scru cream এর ক্ষতিকর দিক গুলো জেনে নিন
সুপ্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন scru cream এর উপকারিতা, scru cream ব্যবহারের নিয়ম, scru cream এর ক্ষতিকর দিক সহ অন্যান্য বিষয়গুলো। এজন্য আপনি যদি scru cream এর ক্ষতিকর দিক জানতে চান তাহলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বেন। আর চলুন জেনে নেওয়া যাক প্রথম অবস্থায় scru cream এর ক্ষতিকর দিক গুলো।
এমন অনেকের রয়েছে যারা scru cream এর উপকারিতা জানার পরে ক্রিমটি ব্যবহারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। এই ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে সেটা অনেকের অতিরিক্ত উপকারিতা পাওয়ার জন্য বেশি পরিমাণে ব্যবহার করে যার ফলে কিন্তু scru cream এর ক্ষতিকর দিক পরিলক্ষিত হয়। তাই আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে যখন scru cream এর ক্ষতিকর দিক জানবেন তখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন।
scru cream এর কাজ কি। scru cream এর উপকারিতা। scru cream review
আপনি যদি এই ক্রিমে কার্যকারিতা উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে এর উপাদান সম্পর্কে। কারণ যে কোন ক্রিমের কার্যকারিতা বা উপকারিতা সম্পূর্ণরূপে নির্ভর করে তার উপাদানের উপরে। তাই উপাদান কেমন রয়েছে বাকি এ ধরনের উপাদান রয়েছে সেগুলো জেনে নিলে বিষয়টি বোঝানোর সহজ হয়ে যাবে।
এর উপাদান গুলোর মধ্যে রয়েছেঃ মালবেরি এক্সট্রাক্ট, কোলাজেন প্রোটিন, কফি গ্রানুল, কোজিক অ্যাসিড, অ্যালোভেরা, ভিটামিন ই ও শিয়া মাখন। তো বুঝতে পারছেন এই উপাদান গুলো পরিপূর্ণভাবে কেমিক্যাল জাতীয়। মূলত এলোপ্যাথিতে যত ধরনের ক্রিম রয়েছে সেগুলো সবই মূলত রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল এর মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়েছে।
তো এই ক্রিমের মূল কাজ হলো ঠোঁট লাল করা এ জন্য এই ক্রিমকে অনেকে আবার ঠোঁট লাল করার ক্রিম বলেও উল্লেখ করে থাকে। আমাদের দেশে যত ধরনের ক্রিম রয়েছে অর্থাৎ ঠোট লাল করার জন্য তার মধ্যে এটি অন্যতম এবং সব থেকে বহুল বিকৃত বলে দাবি করা হয়। তাই আপনি ফার্মেসিতে কিংবা কসমেটিক্স এর দোকানে গিয়ে ঠোঁট লাল করার ক্রিম বললেই সে হয়তো আপনাকে এই ক্রিমটি বের করে দেবে।
scru cream এর কাজ কি তা নিম্নরূপঃ
- ঠোঁটের কালচে ভাব দূর করে
- ঠোঁট মসৃণ করে
- ঠোটের মৃত কোষ দূর করে
- নতুন কোষ গঠন করতে সাহায্য করে
- শুষ্কতা দূর করে
- মেলানিন জড়ো হতে বাধা দেয়
- লালচে ভাব তৈরি করে
scru cream কোন কোম্পানির
scru cream "Mixiu" কোম্পানিটি প্রস্তুত করেছে। এটি আমাদের দেশীয় প্রোডাক্ট নয় এটি মূলত বাংলাদেশের থেকে এই ক্রিমগুলো আমদানি করা হয়। বাইরে থেকে নিয়ে আসতে হলে একটু প্রদান করা লাগলেও এটি খুবই কার্যকর ভূমিকা পালন করে। আপনি যদি সাধারন করেন ফার্মেসি কিংবা কসমেটিক্সের দোকানে না পান তাহলে জনপ্রিয় এবং বড় দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারেন।
scru cream ব্যবহারের নিয়ম। scru cream how to use। scru cream review
যেকোন ক্রিমের যে উপকারিতা রয়েছে সেগুলো আপনি পাবেন কিনা তা সম্পূর্ণরূপে নির্ভর করে থাকে আপনি কিভাবে ক্রিমটি ব্যবহার করছেন তার ওপরে। ঠিক তেমনি ভাবে আপনি যদি scru cream ব্যবহারের নিয়ম যদি সঠিকভাবে অনুসরণ করতে না পারেন তাহলে আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন না। আবার অন্যদিকে আপনি যদি ব্যবহারের নিয়ম পরিপূর্ণভাবে অনুসরণ না করেন তাহলে কিন্তু scru cream এর ক্ষতিকর দিক গুলোর দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই উপকারিতা এবং কার্যকারিতা পেতে গেলে আপনাকে অবশ্যই ব্যবহার নিয়ম পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে যেটি সঠিকটি। যেহেতু এই ক্রিমটি অধিকাংশ মানুষই ব্যবহার করেন ধূমপানের কারণে তাদের ঠোঁট কালো হয়ে যাওয়ার জন্য। আর ধূমপানের কারণে ত্বকের ওপরে যে কালচে দাগ পড়ে থাকে সেটি স্বাভাবিক কালো দাগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে থাকে।
তাই আপনি যদি এটি অল্প দিন ব্যবহার করেন তাহলে কখনোই ফলাফল দেখতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই দীর্ঘদিন যাবত ব্যবহার করে যেতে হবে। ধূমপানের ফলে যে নিকোটিন আমাদের শরীরে প্রবেশ করে নিকোটিনের ফলশ্রুতিতে এবং ধোঁয়ার কারণে সৃষ্ট এই কালচে দাগ সহজে উঠতে চায় না কারণ এটি ত্বকের গভীরতম স্থানে চলে যায়।
এই ক্রিমটি দেখতে সাদা তরলের মত যার ফলে অন্যান্য ক্রিমের তুলনায় আপনি এটি খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটি আপনার ঠোটে ব্যবহারের পূর্বে সাবান কিংবা কোনো পরিষ্কার বক্তব্য দিয়ে আপনার ঠোঁট ভালো ধুয়ে নেবেন। এর পরে ঠোঁট যখন ভেজা থাকবে তখনই ক্রিমটি ভুলে ব্যবহার করবেন না আপনার ঠোঁট ভালো শুকিয়ে নিবেন কিংবা কোন রুমাল বা গামছা দিয়ে মুছে নেবে।
এরপরে সামান্য পরিমাণে ক্রিম আপনার ঠোঁটে লাগিয়ে হালকা ম্যাসাজ করবেন এবং দুই থেকে তিন মিনিট আলতো ভাবে ঘষতে থাকবেন। এই কাজটি করলে আপনার ঠোঁটে জমা হওয়া মরা কোষ এবং কালচে ভাব ধীরে ধীরে উঠে আসা শুরু করবে। তবে অতিরিক্ত উপকারিতা পাওয়ার জন্য কখনো এই ক্রিমটি দিনে একবারের বেশি ব্যবহার করবেন না।
আর এমন সময় ব্যবহার করবেন যে সময় সূর্যের রোশনিগুলো আপনার ঠোঁটে প্রবেশ করতে না পারে এজন্য সব থেকে পারফেক্ট এর সময় হল রাতের বেলা। আপনি রাত্রে ঘুমানোর পূর্বে ব্যবহার করে ঘুমিয়ে যেতে পারেন। আপনি যখন এই ক্রিমটি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে থাকবেন ক্রিমটি প্রথমে আপনার ঠোঁটের কালো দাগ তুলে ফেলবে এবং ঠোঁটকে ধীরে ধীরে গোলাপি করে ফেলবে।
আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আপনি যদি অল্প সময়ের মধ্যে ফলাফল দেখতে চান তাহলে এই ক্রিমটি আপনার জন্য প্রযোজ্য হবে না। কারণ অল্প সময়ে যে ক্রিমটি কাজ করে সেটি কোন স্থায়ী হয় কখনো সেটি দীর্ঘস্থায়ীভাবে কার্যকর হতে পারে না। আর এই ক্রিমটি যত দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে স্থায়ী ফলাফল দেয় তাই আপনাকে এটি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে হবে।
scru cream এর ক্ষতিকর দিক। scru cream side effects
প্রত্যেকটা ক্রিমের কিন্তু ক্ষতিকর দিক থেকে ঠিক তেমনি ভাবে এই ক্রিম এর ক্ষতিকর দিক রয়েছে যেগুলো আপনার অবশ্যই জেনে রাখা উচিত। শুধুমাত্র উপকারিতা দেখে এই ক্রিমটি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন না কারন এটিতে বেশ কিছু ক্ষতিকার বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো আপনার উপরে দেখা যেতে পারে।
scru cream এর ক্ষতিকর দিক
- ঠোঁটের চামড়া অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে
- প্রথমবার ব্যবহারের ফলে প্রচন্ড জ্বালাপোড়া করতে পারে
- অতিরিক্ত ব্যবহারের ফলে লাল লাল গুটি দেখা দিতে পারে
- ঠোঁট শুকিয়ে যেতে পারে
- এলার্জিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে
তাই আপনারা যারা এটি ব্যবহারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন উপকারিতা দেখে তাই এইবার এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখে একটু সাবধানতা অবলম্বন করেন। এবং এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আশা করি জানতে পারছেন scru cream এর ক্ষতিকর দিক সম্পর্কে।
scru cream কোথায় পাওয়া যাবে
আপনি এই ক্রিমটি যেকোন ফার্মেসীর দোকানে কিংবা কসমেটিকসের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর এটি যেহেতু খুবই জনপ্রিয় কোম্পানির বহুল বিক্রিয় প্রোডাক্ট তাই আপনি সচরাচর সব দোকানেই পেয়ে যাবেন এটা কোন প্রকার সমস্যা হবে না। আর যআদি আপনার নিকট স্থানে কোন দোকানে না পেয়ে থাকেন তাহলে অনলাইন এর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন।
scru cream এর দাম কত। scru cream price in bangladesh
এই ক্রিমটি সাধারণত বারোগ্রাম হয়ে থাকে আর এই 12 গ্রামের দাম মাত্র ৯৫ টাকা। যদি কেউ এর থেকে বেশি নিয়ে থাকে তাহলে সে অবশ্যই আপনার থেকে বেশি দাম চাচ্ছে। সাধারণত ক্ষেত্রে এই ক্রিমটি মূলত দেড়শ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়ে থাকে। তাই আপনার থেকে যদি এই দাম কেউ চাই তাহলে তাকে কখনোই এই দামে প্রদান করবেন না।
শেষ কথাঃ scru cream এর ক্ষতিকর দিক
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি আমি জানতে পেরেছেন scru cream এর ক্ষতিকর দিক সম্পর্কে। এ ছাড়া অন্য কোন তথ্য যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url