chilahati express train schedule today সময়সূচি জানুন
প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলে chilahati express train schedule সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই আপনি যদি chilahati express train schedule সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক chilahati express train schedule সম্পর্কে।
সিডিউল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি এটা সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার গন্তব্য স্থানে সঠিক সময় যেতে পারবেন না। অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় chilahati express train schedule না জানার কারণে ওই ব্যক্তি ট্রেনের মাধ্যমে কাঙ্খিত স্থানে যেতে পারেনি। শুধুমাত্র এই ট্রেন না যে কোন ট্রেনে যাত্রা করার পূর্বে অবশ্যই আপনাকে শিডিউল জেনে নিতে হবে।
chilahati express train এর পরিচিতি পর্ব
chilahati express train বাংলাদেশের এ রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সেই অনেকদিন ধরে। ট্রেনটি dhaka থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে dhaka যাতায়াতের জন্য সবথেকে বেশি পরিচিত। অপরদিকে এই ট্রেনটি এক শ্রেণীর মানুষদের কাছে সব থেকে বেশি পরিচিত যারা মূলত উত্তরবঙ্গে যাতায়াত করে অর্থাৎ যাদের বাড়ি উত্তরবঙ্গের জেলায়।
এই ট্রেনটি খুব অল্প সময়ে এবং কম খরচে যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় খুব আরামদায়কভাবে। এই ট্রেনের যারা যাতায়াত করে তাদের অধিকাংশই ব্যবসায়ী, শিক্ষার্থী এবং অন্যান্য ক্যাটাগরির মানুষ। তবে বর্তমানে পর্যটকদের কাছেও কিন্তু এই ট্রেনের ব্যাপক গুরুত্ব রয়েছে। আপনি যদি এই ট্রেনটিতে যাতায়াত না করে থাকেন তাহলে ভ্রমণের জন্য একবার হলেও করতে পারেন।
chilahati express train এর ক্যাটাগরি ব্লক ও সেবা
যত মোটামুটি অনেক দূর পর্যন্ত যাতায়াত করতে হয় তাই প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা অনুসারে এই ট্রেনের অনেকগুলো ক্যাটাগরি ব্লক রয়েছে। আপনি যদি অর্থনৈতিকভাবে ব্যাপক সচ্ছল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। আবার আপনি যদি অর্থনৈতিকভাবে অসচ্ছল কিংবা মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে নিম্ন শ্রেণীর কিন্তু ভালো পরিবেশের ব্লক বা বগি।
এই ট্রেনে মূলত এসি স্লিপার কোচ, স্লিপার কোচ, সিটিং কোচ, ফাস্ট ক্লাস কোচ, সোভন চেয়ার, সুলভ চেয়ার সহ আরো বেশ কিছু ধরণের বগি রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুসারে এগুলো বেছে নিতে পারেন। আর সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে খাবার হোটেল, এসি সুবিধা, টয়লেট, বিশ্রামাগার, নামাজ কক্ষ, ইমারজেন্সি সেবা ইত্যাদি।
chilahati express train schedule অনুসারে টিকিট কেনার নিয়ম
মূলত আপনি তিন ভাবে chilahati express train এর টিকিট ক্রয় করতে পারবেন। প্রথমটি হল স্টেশন থেকে, দ্বিতীয়টি হল ওয়েবসাইট থেকে এবং তৃতীয়টি হল কোন যাত্রীবৃন্দ থেকে। প্রথমটি অর্থাৎ স্টেশন থেকে টিকিট ক্রয় করা হলো সব থেকে সোজা এবং সবথেকে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। অধিকাংশ মানুষের কিন্তু স্টেশন থেকে টিকিট ক্রয় করে থাকে অর্থাৎ স্টেশন মাস্টারের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয়।
আপনি যদি chilahati express train এর মাধ্যমে ঢাকা থেকে chilahati যেতে চান তাহলে ঢাকা স্টেশন থেকে টিকিট ক্রয় করবেন। আবার অপরদিকে আপনি যদি chilahati থেকে dhaka আসতে চান তাহলে চিলাহাটি স্টেশন মাস্টারের কাছ থেকে ঢাকায় আসার টিকিট ক্রয় করে নেবেন। দ্বিতীয় মাধ্যমটি হলো ওয়েবসাইট থেকে ক্রয় করা।
যদিও এই পদ্ধতি আগে খুব একটা ব্যবহৃত হতো না কিন্তু বর্তমানে কিন্তু এই পদ্ধতি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এর সুবিধা গত দিকের কারণে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার হঠাৎ করে কিংবা অন্য কারণেও কোন একটা জায়গায় যেতে হবে। এখন স্টেশনে গিয়ে দেখলেন যে প্রচন্ড ভিড় লেগে রয়েছে, তাহলে ওই মুহূর্তে আপনি কি দাঁড়িয়ে থাকবেন?
এর উত্তর হল নিশ্চয়ই না, আপনার মনে হবে আপনি যদি অল্প সময়ের মধ্যে টিকিটটি পেয়ে যেতেন তাহলে আপনাকে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক এই সুবিধায় প্রদান করছে অনলাইন টিকিট সিস্টেম। অথবা অনেক সময় এরকম হয় যে আপনি যদি দুই একদিন আগে টিকিট না কাটেন কিংবা টিকিট বুক না করেন তাহলে আপনি সিট পাবেন না।
তো সেই ক্ষেত্রে আপনাকে আর অতিরিক্তভাবে স্টেশনে যেতে হবে না আপনি ঘরে বসেই মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে টিকিট ক্রয় করে নিতে পারবেন। যদিও এই ক্ষেত্রে ২০ থেকে ৫০ টাকা বেশি প্রদান করতে হয় তারপরও এর অনেক সুবিধা রয়েছে। আর তৃতীয় মাধ্যমটি হলো অন্য কোন ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নেওয়া।
মনে করেন কোন ব্যক্তি মনে করেছিল তারা তিনজন dhaka থেকে chilahati যাবে, কিন্তু তাদের মধ্যে একজন কোন কারনে যেতে রাজি হয়নি কিংবা যেতে পারেনি। তাহলে তাদের নিকট যে একটি উদ্বৃত্ত টিকিট রয়েছে তারা কিন্তু সেটি বিক্রি করতে চাই। এরকম কোন ব্যক্তি পেলে আপনি তাদের নিকট থেকে ক্রয় করে নিতে পারেন।
chilahati express train schedule 2025 জেনে নিন
আপনি ইতিমধ্যে আমাদের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় অর্থাৎ chilahati express train schedule উল্লেখ করার অংশে প্রবেশ করেছেন। এই ট্রেনে আপনি যদি যাতায়াত করতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে অবশ্যই সিডিউল জেনে সেটি অনুসরণ করতে হবে। তো চলন আগে সিডিউল জেনে নেওয়া যাকঃ
এই ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার জন্য প্রথমে কমলাপুর স্টেশনে স্টপেজ দেয়। এরপরে কমলাপুর থেকে মোটামুটি বিকেল পাঁচটায় রওনা দেয় এবং মধ্যরাত ৩ ঘটিকায় চিলাহাটি স্টেশনে গিয়ে পৌঁছায়। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে বিকেলে ওঠেন তাহলে ভোরের দিকে চিলাহাটি স্টেশনে গিয়ে পৌঁছাতে পারবেন।
এখানে যে সময় উল্লেখ করা হয়েছে এটা মূলত রাইট টাইম অর্থাৎ সঠিক সময়। অনেক ক্ষেত্রে এই সময়টি এগিয়ে যেতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে। তবে আপনারা যদি সঠিক সময় স্টেশনে উপস্থিত হতে পারেন তাহলে আপনাদের আর কোন টেনশন করতে হবে না। অনেক সময় যদি ক্রসিং এর সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু chilahati station পৌঁছাতে দেরি হতে পারে।
আবার আপনি যদি চিলাহাটি থেকে ঢাকায় আসতে চান তাহলে কিন্তু একই ট্রেনে আসতে পারবেন। একটু আগে বলেছিলাম যে ঢাকা থেকে chilahati express train টি ভোর তিনটায় চিলাহাটি স্টেশনে আসে। আবার ওই একই ট্রেন সকাল ছয়টায় চিলাহাটি স্টেশন থেকে রওনা দেয় এবং দুপুর তিনটায় ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছে যাই।
মূল কথা হলো chilahati express train কমলাপুর স্টেশন থেকে বিকেল পাঁচটায় রওনা দেয় এবং রাত তিনটায় পৌঁছায় চিলাহাটি স্টেশনে। আবার অপরদিকে চিলাহাটি স্টেশন থেকে chilahati express train সকাল ছয়টায় রওনা দেয় এবং দুপুর তিনটায় কমলাপুর স্টেশন পৌঁছে যায়। তাই আপনি যদি এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে এই শিডিউল অনুসারে আপনাকে যাতায়াত করতে হবে।
আশা করি জানতে পেরেছেন chilahati express train schedule টি। আপনি কিংবা আপনার পরিচিত জন যদি এই সম্পর্কে জানতে চেয়ে থাকে তাহলে অবশ্যই এই আর্টিকেলটি তাদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সিডিউল জানতে পারবে সঠিকটি।
chilahati express train এর স্টপেজ বা যাত্রা বিরতি
আপনি যদি ঢাকা থেকে চিলাহাটি কিংবা চিলাহাটি থেকে ঢাকায় আসতে চান chilahati express train er মাধ্যমে তাহলে আপনাকে মূলত ১২ টি স্টেশনে স্টপেজ নিতে হবে। যেহেতু ট্রেনটি একটি লম্বা দূরত্ব অতিক্রম করে তাই এই যাত্রা যাতে বিরক্তকর মনে না হয় এবং সকল যাত্রী যাতে তাদের কাঙ্খিত স্থানে পৌঁছে যেতে পারে এজন্য এতগুলো স্টপেজ দেওয়া হয়।
আর এই বারোটি স্টেশন স্টপেজের নাম হলঃ dhaka বিমানবন্দর, জয়দেবপুর জংশন, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার জংশন, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর জংশন, সৈয়দপুর, নীলফামারী এবং ডোমরা। আপনি চাইলে এই নাম গুলো মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং কেউ জিজ্ঞেস করলে তাদের সাহায্য করতে পারবেন।
chilahati express train এ উঠার পূর্বে যা করবেন
chilahati express ট্রেনে ওঠার আগে আপনাকে অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু স্টেশনে এই ট্রেন যখন আসে তখন অনেক ভিড় লেগে যায় এবং অনেক ভিড়ের মধ্যে আপনার মালামাল এবং আপনার সরঞ্জাম নিয়ে জেনে করতে হয়। এ সময় যদি আপনি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু অন্য কিংবা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে।
তাই আপনি যখন ট্রেনে উঠবেন তখন আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো সতর্কতার সাথে রেখে দেবেন এবং টাকা পয়সা যদি থাকে তাহলে সামনের পকেটে শক্ত স্থানে রেখে দিবেন যাতে কেউ নিতে লাগলে আপনি বুঝতে পারেন। আর ট্রেনে ওঠার পূর্বে যদি অপরিচিত ব্যক্তি আপনাকে কোন কিছু খাওয়ার জন্য অনুরোধ করে তাহলে কখনোই সেটি খাবেন না।
chilahati express train এর সুবিধা
chilahati express ট্রেনের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে সিট এর জন্য টিকিট কেটে নিতে পারেন। এছাড়া খাবার পরিষেবা, চিকিৎসা নিরাপত্তা, বিশ্রামাগার, জরুরী সেবা এবং নামাজ কক্ষসহ অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু এই ট্রেনটি একটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে এই সুবিধা গুলো অনেক জরুরী।
ব্যক্তিগত মতামতঃ chilahati express train schedule
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন chilahati express train schedule সম্পর্কে। আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই আশা করি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url