বাংলাদেশী সহ বিদেশী 10 টি ও 15 টি ফুলের নাম জানুন

প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়েন তাহলে জানতে পারবেন 10 টি ফুলের নাম এবং পাশাপাশি আলাদাভাবে 15 টি ফুলের নাম ফুলের নাম। 15 টি ফুলের নাম আপনি ইংরেজিতে এবং বাংলায়ও জানতে পারবেন। অর্থাৎ আপনার যদি ইংরেজি প্রয়োজন হয় তাহলে ইংরেজিতে জেনে নেবেন এবং বাংলায় প্রয়োজন হলে বাংলায়  জেনে নিবেন।
15 টি ফুলের নাম, 10 টি ফুলের নাম
বিভিন্ন পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো তখন যদি আপনি এই তথ্যগুলো জেনে থাকেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে 15 টি ফুলের নাম ইংরেজিতে ও বাংলায় উপস্থাপন করতে পারবেন। সচরাচর সব মানুষই কিন্তু মোটামুটি বেশ কয়েকটি করে ফুলের নাম জেনে থাকে, তারপরেও যদি আগে থেকেই জানা থাকে তাহলে অনেক সুবিধা হয়।

ফুলের নাম ইংরেজিতে কেন জানা দরকার

অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিংবা আপনার পরীক্ষায় এমন একটি প্রশ্ন এসেছে যেখানে বলা হয়েছে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ফুলের নাম উল্লেখ করো এবং সেটা ইংরেজিতে হতে হবে, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই ওই ফুলটির ইংরেজদের স্পেলিং আপনাকে উল্লেখ করতে হবে। আর ওই সময় আপনি যদি ফুলের ইংরেজি না জেনে থাকেন তাহলে সেটা কিন্তু কখনোই উল্লেখ করতে পারবেন না।

বিশেষ করে আমাদের বাংলাদেশের একাডেমিক পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং এমনকি চাকরির ইন্টারভিউ এর সময় কিন্তু এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনি যদি ঐ সমস্ত জায়গায় নিজেকে যোগ্য প্রমাণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই তথ্যগুলো জেনে রাখতে হবে। আর মূলত এই কারণেই ফুলের নাম ইংরেজিতে জেনে রাখা দরকার।

এছাড়া যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের কিন্তু প্রত্যেক জিনিসই ইংরেজিতে মুখস্ত করে রাখতে হয়। তো তাদের এই পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি জানা আবশ্যক। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের মধ্যে কেউ যদি এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে আশা করি আপনি সঠিক আর্টিকেলে প্রবেশ করেছেন।

ফুলের নাম বাংলায় কেন উল্লেখ করা হয়েছে

আমাদের বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা। এই দেশে বসবাসকারী প্রায় একশভাগ মানুষই সম্পূর্ণরূপে বাংলা ভাষায় কথা বলে। তবে এই দেশে যারা বাহিরের দেশ থেকে এসেছে তারা তাদের ভাষায় কথা বলতে অভ্যস্ত হলেও ধীরে ধীরে তারা বাংলা ভাষা শিখে ফেলেছে। তো সেই জায়গা থেকে একজন বাংলাভাষী মানুষ হিসাবে আমাদের অবশ্যই বাংলা ভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করা প্রয়োজন।

আর এমনিতেই যদি যেকোনো তথ্য আমরা জানার ইচ্ছা করে থাকি তাহলে অবশ্যই সেটা আমরা বাংলা ভাষাতেই জেনে থাকি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত তথ্য হিসাবে ফুলের নাম বাংলায় উল্লেখ করে দেওয়া হয়েছে আলাদাভাবে। আপনাদের ব্যক্তিগত প্রয়োজন এবং তথ্য কালেক্ট এর ক্ষেত্রে এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

বাংলাদেশে জন্মানো 15 টি ফুলের নাম ইংরেজিতে

প্রথম অংশে ফুল গুলোর নাম ইংরেজিতে উল্লেখ করা হবে। আবার একই ফুল গুলোর নাম নিজের অংশে বাংলায় উল্লেখ করা হবে। এরকম আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। আপনারা যে আপনাদের প্রয়োজন অনুসারে খুব অল্প সময়ের মধ্যে তথ্য গুলো পেয়ে যেতে পারেন এই জন্যই এই কাজটি করা হয়েছে।

নিচে ইংরেজিতে নামগুলো দেওয়া হলঃ
  1. Rose
  2. Water Lily
  3. Crape Jasmine
  4. Sunflower
  5. Arabian Jasmine
  6. Hibiscus
  7. Tuberose
  8. Butterfly Lily
  9. Asian Pigeonwings
  10. Jasmine
  11. Burflower
  12. Marigold
  13. Orange Jasmine
  14. Madagascar Periwinkle
  15. Golden Trumpet
আপনি চাইলে এগুলো বিভিন্ন ডকুমেন্টেশন কিংবা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন। ব্যাকরণগত দিক এবং স্পেলিং খুব ভালোভাবে চেক করা হয়েছে, যার ফলে এখানে বানানগত কোন ভুল নেই। আপনি চাইলে কপি করে ব্যবহার করতে পারবেন, এতে কোন প্রকার সমস্যা হবে না।

15 টি ফুলের নাম বাংলায়

আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, তাই আমাদের দেশের তথ্যগুলো অবশ্যই আমাদের বাংলায় জেনে নিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্মানো ফুলের নাম বাংলায় উল্লেখ করা হয়েছে। আপনারা উপরের অংশে যে ফুলের নাম গুলো ইংরেজিতে জেনেছেন সেই ফুলের নাম গুলোই এখানে বাংলাতে উল্লেখ করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে।

এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ইংরেজি বোঝেনা, আবার এমন অনেকে রয়েছে যারা ইংরেজিতে উচ্চারণ করতে পারে না। যার ফলে শুধুমাত্র ইংরেজিতে ফুলের নাম গুলো উল্লেখ করলে অনেকে পড়তে পারবে না। তাই চলুন বাড়তি কথা না বলে আমাদের জন্মভূমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধকারী ফুল গুলোর নাম জেনে নেওয়া যাক।

15 টি ফুলের নাম বাংলায় দেওয়া হল
  1. গোলাপ - প্রেমের প্রতীক
  2. শাপলা - এটি বাংলাদেশের জাতীয় ফুল
  3. কানারী - কালো বা সোনালী রঙের হয়
  4. অপরাজিতা - লতা জাতীয় ফুল
  5. নয়নতারা - চিকিৎসার উদ্দেশ্যেও ব্যবহার হয়
  6. কামিনী - সুগন্ধী ফুল
  7. রজনীগন্ধা - রাতে খুব মিষ্টি গন্ধ ছড়ায়
  8. কদম - কদম গাছের ফুল
  9. দোলনচাঁপা - প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে
  10. জুঁই - সাদা রঙের হয়ে থাকে, বাসা বাড়ি সাজানো হয়
  11. বেলি - সুগন্ধি ফুল
  12. জবা - অনেক সুন্দর লাঠির মত বের হয়ে থাকে
  13. টগর - পাপড়ি সোজা এবং শুভ কাজে ব্যবহৃত হয়
  14. গাঁদা - সব জায়গাতে জন্মায়
  15. সূর্যমুখী - অনেক সুন্দর দেখতে এবং এটা থেকে তেল হয়
একজন বাংলাদেশী হিসাবে আপনার উচিত এই ফুলগুলোর নাম এবং কার্যকারিতা জেনে রাখা। শুধুমাত্র পরীক্ষায় প্রশ্ন আসবে কিংবা ইন্টারভিউয়ের সময় জিজ্ঞেস করতে পারে এই জন্য নয়, নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে না জেনে থাকলে competitive ওয়ার্ল্ডে আপনি টিকে থাকতে পারবেন না।

বিদেশী 15 টি ফুলের নাম ইংরেজি ও বাংলায়

অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশে ফুলের নাম জানার প্রয়োজন হয়। তো সেই সময় যদি আপনি এগুলো না জেনে থাকেন তাহলে বিষয়টা কেমন হলো। তাই যারা জ্ঞান অর্জন করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু অতিরিক্তভাবে এই বিদেশী ফুলগুলোর নাম মুখস্ত করে রাখতে পারেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তী সময় যেকোন সময় এগুলো ব্যবহার করতে পারবেন।
  1. Begonia - বেগোনিয়া
  2. Hibiscus - হিবিস্কাস
  3. Freesia - ফ্রেসিয়া
  4. Gerbera - জারবেরা
  5. Iris - আইরিস
  6. Gardenia - গার্ডেনিয়া
  7. Crocus - ক্রোকাস
  8. Magnolia - ম্যাগনোলিয়া
  9. Camellia - ম্যাগনোলিয়া
  10. Poppy - পপি
  11. Daffodil - ড্যাফোডিল
  12. Lavender - ল্যাভেন্ডার
  13. Cherry Blossom - চেরি-ব্লসম
  14. Orchid - আর্কিড
  15. Tulip - টিউলিপ
আর যেহেতু একসাথে বাংলায় এবং ইংরেজিতে উল্লেখ করা হয়েছে তাই যারা ইংরেজি পড়তে পারেন না তারাও কিন্তু এই বিদেশি ফুলের নাম জেনে নিতে পারবেন। তাই আশা করছি এই তথ্যগুলো আপনাদের বিভিন্ন সময় উপকারে আসবে। এছাড়া আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই মনোযোগ দিয়ে পড়তে থাকুন।ন

10 টি ফুলের নাম ইংরেজিতে ও বাংলায়

আর্টিকেলের উপরের অংশের দিকে যেহেতু বাংলাদেশী এবং বিদেশি ফুলের নাম উল্লেখ করা হয়েছে ইংরেজিতে এবং বাংলায় তাই আশা করছি আপনার আর আলাদাভাবে জানার প্রয়োজন নেই 10 টি ফুলের নাম। আপনার যদি 10 টি ফুলের নাম প্রয়োজন হয় তাহলে ওই 15 টি থেকে ইচ্ছামতো 10 টি বাছাই করে নিতে পারেন।

শেষ কথা

এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে ইতিমধ্যেই জানতে পেরেছেন 15 টি ফুলের নাম ও 10 টি ফুলের নাম বাংলায় এবং ইংরেজিতে। আর এই তথ্যগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখতে পারে। আর অন্য ক্যাটাগরির তথ্যের প্রয়োজন হলে ওয়েবসাইট এরকম পেজ ভিজিট করে পড়ে নিতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url