androcap 40 mg খাওয়ার নিয়ম
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত দিনগুলোর মতো আমরা আজকেও একটি প্রয়োজনীয় ও জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে পুরুষত্ব বাড়ানোর একটি কার্যকরী androcap ওষুধ সম্পর্কে আলোচনা করব। অনেকেই androcap 40 mg ওষুধ খাওয়ার চিন্তা করছেন। মূলত তাদের সুবিধার জন্য আজকের পোষ্টে androcap কতদিন খাওয়া যায়? এর কাজ কি ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
আপনি এই অ্যন্ড্রোক্যাপ ওষুধ সম্পর্কে জেনে না থাকেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। কেননা আজকের এই সম্পূর্ণ পোস্ট জুড়ে androcap 40 mg খাওয়ার নিয়ম এই বিষয়ে আলোচনা করার পাশাপাশি androcap 40 mg এর কাজ কি, androcap এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং দামসহ আরও বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনা করেছি। তাই অবহেলা না করে পুরো পোষ্টটি শুরু থেকে একেবারে শেষ অবদি পড়তে থাকুন।
ভূমিকা - androcap
বর্তমানে বেশিরভাগ পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা খুবই কম হতে দেখা দেয়। মূলত পুরুষদের শরীরে এই সমস্যা বাড়তি বয়সেই দেখা দেয়। তাই অনেক পুরুষেরা তাদ্দের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য androcap ক্যাপসুল সেবন করার চিন্তা ভাবনা করে থাকেন।
এই ওষুধ খাওয়ার আগে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে নানান ধরণের গুরুত্বপূর্ণ তথ্য জানুন এবং অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ গ্রহন করতে হবে। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা দিনের পর দিন androcap ওষুধ খেয়ে থাকেন কিন্তু এর কাজ, খাওয়ার নিয়ম, কতদিন খেতে হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অবগত নন।
যাদের টেস্টোস্টেরন (Testosterone) হরমোনের মাত্রা অনেক কম তাদের জন্য আজকের এই ব্লগটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এই ওষুধ সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য প্রদান করব যার মাধ্যমে উপকৃত হতে পারবেন বলে আশাবাদী। চলুন তাহলে, আর বেশি সময় অপচয় না করে মূল আলোচনা শুরু করা যাক। তবে প্রথমে আমরা টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।
টেস্টোস্টেরন হরমোন কি
টেস্টোস্টেরন হরমোন হচ্ছে মূলত পুরুষত্বের জন্য পুরোপুরিভাবে দায়ী। এটি শুধু মানুষের ক্ষেত্রে নয় বরং সকল ধরণের স্তন্যপায়ী প্রাণীর শুক্রাশয়ে উৎপন্ন হয়ে থাকে। এই টেস্টোস্টেরন (Testosterone) হরমোনটি শুক্রাশয় বৃদ্ধি করার পাশাপাশি পুরুষের দেহের লোম বৃদ্ধি বা মাংসপেশি শক্ত করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এই টেস্টোস্টেরন হরমোনটি পুরুষদের দেহে বিভিন্ন কাজে আসে যেমনঃ
- হাড়ের ঘনত্ব বৃদ্ধি
- বিভিন্ন স্থানের চুল বৃদ্ধি
- হাড়ের পূর্ণতা প্রাপ্তীতে উদ্দীপনা করা
- শুক্রথলি ও ফিটাস এর শিশ্ন তৈরি
- কণ্ঠস্বর ভারী হওয়া ইত্যাদি কাজগুলো করে থাকে।
আশা করছি আপনারা তাহলে ইতিমধ্যে টেস্টোস্টেরন হরমোন কি তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানতেন না। টেস্টোস্টেরন হরমোন কি বা কি কাজ করে সেটা তো জেনে নিলেন। এবার চলুন androcap কিসের ঔষধ সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
androcap 40 mg এর কাজ কি
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো জানেন না যে androcap ওষুধের কাজ কি বা এই ওষুধ কি কি ক্ষেত্রে ব্যবহার হয়? আপনারা হয়তো উপরের অংশগুলো পড়ে ইতিমধ্যে জেনে গেছেন যে Androcap ওষুধ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন জাতীয় মেডিসিন যার কাজ হচ্ছে পুরুষত্ব পরিপূর্ণভাবে ধরে রাখা বা বজায় রাখা। androcap এক ধরনের হরমোনাল সমৃদ্ধ ঔষধ যা এড্রোজেন বিভাগে বিভক্ত।
তবে এই ওষুধ শুধুমাত্র পুরুষের টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহৃত হয় না বরং এর আরও অনেক কার্যকারিতা রয়েছে যেমন-
- হাড়ের ক্ষয় রোধ করা
- দেহের ক্লান্তি দূর করা
- স্বাস্থ্য ভালো রাখে
- পেশি সুস্থতা বজায় রাখা ইত্যাদি।
সাধারনত এই ওষুধ আমাদের দেহে উপরের উল্লখিত কাজগুলো করে থাকে। আশা করছি androcap 40 mg এর কাজ কি সেটি জানতে পেরেছেন। এবার চলুন, androcap খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।
androcap খাওয়ার নিয়ম
আপনি যদি প্রতিটা ওষুধ সঠিক নিয়ম মোতাবেক খেতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। আর এক্ষেত্রে আপনাকে সেবনের সঠিক নিয়ম-ও জেনে নেওয়াটা অনেক জরুরি। এর কারণ আপনার রোগের চিকিৎসায় আপনি যদি সঠিক নিয়ম মেনে ওষুধ সেবন না করেন তাহলে দ্রুত সেরে ওঠতে পারবেন না।
চলুন তাহলে সময়ক্ষেপন না করে Androcap ওষুধ সেবনের সঠিক নিয়ম নিচেওর অংশ হতে জেনে নেওয়া যাক।এই ক্যাপসুল একজন বিশেষজ্ঞ ডাক্তাররা প্রথমদিকে সারা দিনে ৩টি করে ওষুধ টানা ২০ দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এভাবে নিয়ম অনুযায়ী খাওয়ার পরে এক পর্যায়ে গিয়ে উন্নতি ঘটলে ওষুধের মাত্রা কমিয়ে দিতে হয়।
তবে এক্ষেত্রে ডাক্তাররা বলেন, আপনাকে দিনে ১টি করে ওষুধ ৪ সপ্তাহ বা ২৮ দিন পর্যন্ত সম্পূর্ণভাবে সেরে ওঠা না পর্যন্ত খেতে হবে। তবে এই ক্যাপসুল পানি দিয়ে সরাসরি খেতে হয়, চিবিয়ে খাওয়া যাবে না এবং ভরা পেটে অবশ্যই খেতে হবে। এই নিয়ম অনুযায়ী এন্ড্রোক্যাপ খেতে পারলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আশা করছি Androcap ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জেনে নিতে পেরেছেন। এবার আসুন, এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
androcap এর পার্শ্ব প্রতিক্রিয়া
আমরা জানি যে প্রতিটা মেডিসিনের পার্শপ্রতিক্রিয়া থাকে। সেটি নিয়ম না মেনে সেবনের ফলে হোক অথবা অতিমাত্রায় সেবনের ফলে হোক না কেনপার্শপ্রতিক্রিয়া দেখা দিবেই। যারা মৃগী রোগী আছেন তারা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আবার যাদের পোস্টেড এ টিউমার রয়েছে তাদের ক্ষেত্রেও সেবন করা যাবে না।
এছাড়াও যাদের টেস্টোস্টেরন উপর অতি সংবেদনশীলতা (Hypersensitivity) থাকেন, তবুও এই ওষুধ গ্রহন করা যাবে না। androcap খাওয়ার ফলে কিছু বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহলে চলুন সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।
- মাথাব্যথা করা
- শরীর ব্যথা করা
- পেটে অস্বস্থি ভাব হওয়া
- দেখতে অনেক বয়স্ক মনে হওয়া
- মানসিক অবসাদ
- প্রস্রাবে সমস্যা
- বদহজম হতে পারে
- ডায়রিয়া হওয়া
- বমি হওয়া
- বমি বমি ভাব
- বী'র্যপাত না হওয়া ইত্যাদি।
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি কারও দেহে অনেক জটিল ভাবে লক্ষণ করেন তাহলে এই ওষুধ সেবন করা বন্ধ করে যত দ্রুত সম্ভব একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি এগুলো পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর ওপর সচেতন থেকে এই ওষুধ গ্রহণ করবেন।
androcap কতদিন খাওয়া যায়
আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলের কাছে জানতে চেয়েছেন যে androcap আসলে কতদিন খাওয়া যায়? সাধারনত পুরুষদের পুরুষাঙ্গ শক্ত বা তাজা না হলে, দ্রুত বীর্য'পাত হলে কিংবা লিঙ্গের আঁকার ছোট থাকলে অথবা পুরুষাঙ্গের চামড়া ঢিলা হলে এই Androcap ওষুধ দিনে অন্তত ৩ টি করে প্রতি মাসে ২১ থেকে ২৮ দিন পর্যন্ত খাওয়া যায়।
এই ওষুধ সেবনের পরে সমস্যার উন্নতি দেখা দিলে এর মাত্রাটা কমিয়ে দিতে হয়। তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই একজন ভালো ও নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আশা করছি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জানতে পেরেছেন। এবার আমরা androcap এর দাম কত সেটা জানবো। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক।
androcap এর দাম কত
এটি সাধারনত রেনেটা লিমিটেড (Renata Limited) ওষুধ কোম্পানি বাজারজাত করে থাকে। এই ওষুধের এর দাম কত তা অনেকেই জানতে চায়। তাই পোষ্ট এর এই অংশে এর বর্তমান দাম তুলে ধরার চেষ্টা করেছি। Androcap ক্যাপসুল প্রতি পিচের দাম হল মাত্র ২০ টাকা। আর ওষুধের প্রতি বক্সে মোট ৩০টি ক্যাপসুল রয়েছে যার দাম হিসাব করলে ৬০০ টাকা।
এই ওষুধটি কেনার আগে আপনারা অবশ্যই ওষুধের গায়ে থাকা উৎপাদন তারিখ এবং মেয়াদ দেখে ক্রয় করবেন। আর এই ওষুধের সতর্কবার্তা হচ্ছে শিশুদের নাগালের বাইরে ও শুষ্ক স্থানে সংরক্ষন করুন। এই ওষুধ সেবনের আগে আপনাকে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী গ্রহন করতে হবে। আশা করি এর দাম কত তা জানতে পেরেছেন।
androcap সম্পর্কিত জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: Androcap কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: রেনেটা লিমিটেড (Renata Limited) কোম্পানি বাজারজাত করে থাকে।
প্রশ্ন: Androcap ক্যাপসুল প্রতি পিচের মূল্য কত?
উত্তর: Androcap ক্যাপসুল প্রতি পিচের মূল্য ২০ টাকা।
প্রশ্ন: Androcap কি মেয়েরা খেতে পারবে?
উত্তর: না, এটি শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহারযোগ্য।
প্রশ্ন: Androcap কি কি সমস্যায় ব্যবহার হয়?
উত্তর: Androcap ক্যাপসুল পুরুষাঙ্গের চামড়া ঢিলা হলে, , বীর্য ঘন না হয়ে হালকা হলে, লিঙ্গের আঁকার ছোট থাকলে, পুরুষাঙ্গ শক্ত না হলে, দ্রুত বীর্যপাত হয়ে গেলে, বীর্যের পরিমাণ কম হলে ইত্যাদি।
লেখকের শেষকথাঃ androcap কতদিন খাওয়া যায়
পরিশেষে আমরা যেটা বারংবার বলে থাকি সেটা হচ্ছে আপনার যেকোনো ধরণের রোগ নিরাময়ের জন্য ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন তারপরে তার দেওয়া কাঙ্খিত পরামর্শ মোতাবেক মেডিসিন সেবন করবেন। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিত যেকোনো ধরণের মেডিসিন গ্রহন করবেন না। তাহলেই দেখবেন অনেক ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আমরা ইতিমধ্যে androcap কতদিন খাওয়া যায়, androcap এর কাজ কি, খাওয়ার নিয়ম ও দামসহ এই মিডিসিন সম্পর্কে বিস্তারিত জরুরি তথ্যগুলো আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে উপরের এই ওষুধ সম্পর্কে পড়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। তবে যদি আপনাদের এই বিষয়ে কোন ধরণের মতামত কিংবা প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
অ্যান্ড্রোক্যাপ ওষুধ সম্পর্কিত আজকের সাজানো পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য জরুরি ও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url