প্রাচিন যুগের আউটডোর খেলা এখন খুজে পাওয়া মুশকিল । বর্তমান যুগে আউটডোর খেলা প্রায় বিলুপ্তের পথে । আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ১০ টি আউটডোর গেম সম্পর্কে যে গুলা আপনি ঘরের বাহিরে খেলতে পারবেন । এই গেম সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এই গেম গুলো খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । এছাড়াও আপনি এই আউটডোর মাধ্যমে যে উপকার গুলো পাবেন তা হল শারীরিক ও মানসিক সুস্থতা ।
আমি মনে করি আপনি এই আউটডোর গেম গুলো সম্পর্কে জেনে উপকৃত হবেন । কারণ এর মধ্যে এমন কিছু গেম রয়েছে যেগুলো খেললে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন । আপনি যদি একাকিত্ব ভোগেন বা কোনো চিন্তায় থাকেন তাহলে এই আউটডোর গেম গুলা আপনাকে অনেক টা সাহায্য করতে পারবে ।
ভূমিকা-সারসংক্ষেপ
বর্তমানে আধুনিকতার ছোয়া পেয়ে মোবাইল স্মার্টফোন ল্যাপটব এর বাহিরে যে গেম খেলা যায় সে গুলো আমরা ভুলতেই বসেছি । এবং বর্তমান আমরা নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছি যে বাহিরে খেলাধুলা করা যায় বা আউটডোর কিছু গেমস রয়েছে সে সম্পর্কে আমরা ভুলেই গেছি । আউটডোর গেম গুলো খেললে শারীরিক মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং নিজের শরীরকে সুস্থ রাখতে আউটডোর গেমের বিকল্প নাই । আউটডোর গেমগুলোর অনেকগুলো উপকারিতা হয়েছে সে থেকে আমরা অনেকটাই বঞ্চিত হচ্ছি । আজকে আমি আপনাদের সাথে কিছু আউটডোর গেম সম্পর্কে আলোচনা করব যেগুলো মাধ্যমে আপনারা উপকৃত হবেন । আশা করি পোস্টটি বিস্তারিত মনোযোগ সহকারে পড়বেন ।
১০ টি আউটডোর খেলার নাম
১০ টি আউটডোর খেলার নাম গুলো নিচে উল্লেখ করা হলোঃ
ক্রিকেট
ক্রিকেট খেলাটি মূলত একটি আউটডোর গেম এই খেলার নিয়ম হলো দুই দলে ১১ জন করে প্লেয়ার থাকবে । একটি দল ব্যাটিং করে রাউন্ড সংগ্রহ করবে এবং অন্য দল ফিল্ডিং করে রান প্রতিরোধ করার চেষ্টা করবে । এবং নির্দিষ্ট অফার বা সময়ের বেশি রান সংগ্রহ করে দল জয়লাভ করবে । ব্যাটসম্যানদের রান করার জন্য স্ট্রাইক প্রয়োজন হয় এবং বোলারদের উইকেট নেয়ার জন্য ভালো ফিল্ডিং এবং টেকনিক প্রয়োজন হয় । এই গেমটি খেলার ফলে শারীরিকভাবে সুস্থতা ও শারীরিক কসরত হয়ে থাকে ।
ফুটবল
ফুটবল খেলাটি একটি দুর্দান্ত আউটডোর গেম এ গেমেও ১১ জন করে একটি দলে প্লেয়ার থাকে । খেলোয়াড়রা বলকে লাথি মেরে প্রতিপক্ষরে জালে গোল দেওয়ার চেষ্টা করে । এই খেলাটি মূলত ৯০ মিনিটে বিভক্ত হয় এবং যে দল সর্বাধিক গোল করতে পারে সেই দল জয়ী হতে পারে । এটি একটি বহুল পরিচিত আউটডোর গেম যেটা বিশ্বব্যাপী সুনামের সাথে খেলা হয়ে থাকে । এবং এই গেম খেলার ফলে অনেক শারীরিক ব্যায়াম শরীল স সুস্থ এবং চিন্তাভাবনা বিকাশিত হয়ে থাকে ।
ব্যাডমিন্টন
ব্যাডমিন্টন খেলাটি একজন বা দুজনের মুখোমুখি হয়ে থাকে । এই খেলায় দুটি দল থাকে এক দলে একজন বা দুজন করে প্লেয়ার থাকে । এবং এই খেলার নিয়ম হচ্ছে শটলকটি প্রতিপক্ষের কোর্টে ফেলে পয়েন্ট অর্জন করতে হয় । এবং নির্দিষ্ট একটি পয়েন্টে গেম নির্ধারণ করে দেয়া হয় এবং যে দল আগে নির্ধারিত পয়েন্ট অর্জন করতে পারে সেই দল বিজয় লাভ করে । এই আউটডোর খেলাটি শীতকালে অনেক প্রচলিত একটি খেলা । এই খেলার মাধ্যমে শরীরের সুস্থতা ব্যায়াম এবং অনেক উপকৃত হতে পারে ।
বাস্কেটবল
বাস্কেটবল খেলাটি পাঁচজনের দুটি দল নিয়ে খেলা হয়ে থাকে । এবং এই খেলাটির নিয়ম হলো খেলোয়াড়রা বল কে ছুড়ে হুপের মধ্যে ফেলার মাধ্যমে পয়েন্ট অর্জন করে থাকে । নির্দিষ্ট সময় শেষে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দল এই খেলার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় । এই খেলার নিয়ম হলো ডিবলিং করে বল নিয়ন্ত্রণ রাখতে হবে এবং টিমমেট দের পাস দিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে শট করে পয়েন্ট অর্জন করতে হয় । এই গেমটি একসময় প্রচলিত গেম ছিল এবং পাড়া মহল্লায় খেলা হত বর্তমানে আধুনিকতার ছোয়ায় গেমটি হারিয়ে যাওয়ার পথে ।
টেনিস
একটি জনপ্রিয় গেম ছিল । আউটডোর গেম হিসেবে টেনিস খেলাটি খুবই স্বাস্থ্যকর এবং শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে । এই গেমটি মূলত একক বা দৈতভাবে খেলা হয় । খেলোয়ারকে রেকর্ড এর মাধ্যমে আঘাত করে প্রতিপক্ষের পটে ফেলে পয়েন্ট অর্জন করতে হয় । এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট গেম এবং সিট জিতে বিজয় নির্ধারণ করা হয় । এই খেলাটি বহুল প্রচলিত একটি খেলা এবং বিশ্বের অনেক দেশে এই খেলা আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয় । এই গেমটির মাধ্যমে আমাদের শরীরের অনেক কসরত হয়ে থাকে ।
ভলিবল
ভলিবল খেলার নিয়ম হলো ছয় জনের দুটি দল থাকে এবং মাঝখানে নেট থাকে । এবং প্লেয়াররা নেটের উভয়দিকে দাঁড়িয়ে গেলে । এবং যে দল প্রতিপক্ষের কোর্টে বল খেলতে পারে সে দল পয়েন্ট অর্জন করে । নির্দিষ্ট সেট এবং পয়েন্টে পৌঁছালে দলকে বিজয় হিসেবে ঘোষণা করা হয় । এই খেলাটি বর্তমানে বিশ্বের প্রচলিত একটি খেলা তবে আমাদের দেশে এটি বিলুপ্তির পথে । এই গেমটির মাধ্যমে শারীরিক ব্যায়াম হয়ে থাকে ।
হকি
হকি একটি জনপ্রিয় খেলা । তবে আমাদের বাংলাদেশে এর জনপ্রিয়তা নেই পড়লে চলে । এবং এই নামে যে খেলা রয়েছে বর্তমান যুগের ছেলেমেয়েরা সে সম্পর্কে জানেইনা । হাকে মূলত 11 জনের দুটি দল থাকে । এবং স্ট্রাইক দিয়ে প্রতিপক্ষের গোলে প্রবেশ করাতে হয় । এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে দল বেশি বার গোল করবে সেই দল বিজয়ী হিসেবে চিহ্নিত হবে । এই খেলার মাধ্যমে শরীর মন সুস্থ থাকে এবং অনেক বিনোদন পাওয়া যায় ।
সাইক্লিং
আমরা অনেকে সাইক্লিং করে থাকি । তবে অনেকেই জানে না সাইকেলিং একটি আন্তর্জাতিক মানের গেম । এই গেম খেলার নিয়ম হলো নির্দিষ্ট দূরত্ব বা রূপ সম্পন্ন করতে হয় । এবং যে সর্বপ্রথম ফিনিশিং লাইন অতিক্রম করবে সেই সাইক্লিস্ট কে বিজয় হিসেবে গণ্য করা হবে । এই খেলার ফলে সাইকেল চালানো তে পারদর্শী হওয়া যায় । এই খেলার নিয়ম হলো যে জন অতি দ্রুত ফিনিশিং লাইন অতিক্রম করতে পারবে সেই বিজয় হিসেবে গণ্য হবে । এই খেলার ফলে শরীরের সব অংশ তে ব্যায়াম হয় । এবং যাদের ওজন বৃদ্ধি আছে তাদের ওজন কমতে সহায়তা করে ।
দৌড়
দৌড় একটি প্রতিযোগীতা মুলক খেলা । এই খেলাটির মতো বিভিন্ন দূরত্ব ট্যাকে দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে । নির্দিষ্ট একটি লক্ষ্যে যে আগে দৌড়ে পৌঁছাতে পারে তাকে বিজয় হিসেবে গণ্য করা হয় । এই খেলাটি একটি আন্তর্জাতিক খেলা এবং আউটডোর খেলা । এই খেলাটির মাধ্যমে শরীরের ব্যায়াম সুস্থতা এবং মেধ বিকাশিত হয়ে থাকে ।
বেসবল
বেসবল 9 জনের ডিমের খেলা হয়ে থাকে । অর্থাৎ দুই দলে নয়জন নয়জন করে প্লেয়ার থাকে । ব্যাটসম্যানকে বল কে আঘাত করে বেসগুলোতে দৌড়ানোর মাধ্যমে রান অর্জন করতে হয় এবং ফিল্ডাররা সেটা আটকানোর চেষ্টা করে ।
ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য
ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য সম্পর্কে অনেকে জানেনা আউটডোর খেলা হল বাহিরে খেলা এবং দৌড়ে সাথে জড়িত খেলা । এই খেলার মাধ্যমে শরীর চর্চা শারীরিক ব্যায়াম এবং মানসিক বিকাশের সহায়তা করে । আউটডোর খেলা বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে । আউটডোর বলতে মূলত বুঝায় ঘরের বাইরে অবস্থান অথবা ঘরের বাহিরের খেলা যে খেলা গুলো ঘরের বাহিরে অনুষ্ঠিত হয়ে থাকে । এবং আউটডোর এবং ইনডোর খেলার মধ্যে বিভিন্ন পার্থক্য থাকে ।
ইনডোর খেলায় যেমন শুধুমাত্র ঘরের মধ্যে অথবা কোন একটি নির্দিষ্ট সার্কেলে গঠিত হয়ে থাকে । এবং এই খেলার মাধ্যমে তেমন শরীরচর্চা শারীরিক ব্যায়াম মানসিক বিকাশ ঘটে না । ইনডোর খেলার কিছু বৈশিষ্ট্য হলো ভিডিও গেমস কেরাম দাবা লুডু ইত্যাদি সমূহ ইনডোর গেম । এ গেম গুলো এক জায়গায় বসে বা ঘরের যে কোন অংশে খেলা যায় । এই গেমগুলো খেলতে কোন খেলার মাঠ প্রয়োজন হয় না । ইনডোর গেম এবং আউটডোর গেম এর মধ্যে পার্থক্য হল ইনডোর গেম ঘরের মধ্যে খেলার মাঠ বিহীন অনুষ্ঠিত করে খেলা যায় । এবং আউটডোর গেম গুলো ঘরের বাহিরে অর্থাৎ খেলার মাঠে আয়োজন করা হয় ।
আউটডোর গেমস কাকে বলে
আউটডোর গেমস কাকে বলে তা হল খোলা আকাশের নিচে বা বাহিরে খেলা । এই গেমসগুলো সাধারণত খেলতে বড় মাঠের প্রয়োজন হয় এবং খেলোয়াড়গণ ফিজিক্যাল এক্টিভ থাকে এবং ফিটনেস থাকে । এই গেমের কিছু উদাহরণ হল ফুটবল টিকেট বাস্কেটবল হকি টেনিস ব্যাডমিন্টন দৌড় লাভ কাবাডি গেম গুলো আউটডোর গেমের অন্তর্ভুক্ত । এই আউটডোর গেমসে খেলোয়ারদের মাঝে শারীরিক ও দলগত কার্যক্রম শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য মানসিক চেতনার উপর ইতিবাচক প্রভাব ফেলে । আশা করি বুঝতে পেরেছেন আউটডোর গেমস কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url