ইনডেভার ১০ বেশি খেলে কি হবে - ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

অনেকের উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং যাদের ব্লড প্রেসার রয়েছে তাদের জন্য এই ইনডেভার ১০ ঔষুধ টি ব্যাবহার হয়ে থাকে । এ ছাড়া এই ঔষুধ এর বিশেষ কিছু গুনাবলি আছে সেই গুলা আপনাদের সাথে আজকে আলোচনা করব । আপনি যদি ইনডেভার ১০ সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অব্যশয় আজকের এই পোস্ট টি শুধু মাত্র আপনার জন্য ।
ইনডেভার ১০

প্রিয় পাঠক , ইনডেভার ঔষুধ সম্পর্কে সকল তথ্য নিয়ে আজকের এই পোস্ট টি সাজানো হয়েছে । ইনডেভার মুলত একটি ট্যাবলেট এই ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সহ সকল তথ্য আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন । তাহলে চলুন শুরু করা যাক ইনডেভার ১০ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা ।

ইনডেভার ১০ বেশি খেলে কি হবে - ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

ইনডেভার ১০ বেশি খেলে কি হবে তা হলোঃ ইনডেভার ১০ এর যে মূল উপাদান রয়েছে তা হল প্রোপারোলল হাইড্রোক্লোরাইড এটা সাধারণত মানুষের মানুষের উচ্চ রক্তচাপ এবং হৃদ যন্ত্রের নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে । তবে ইনডেভার ১০ বেশি খেলে আপনার যে যে ক্ষতিগুলো হতে পারে তা হলোঃ
  • পা ঠান্ডা হওয়াঃ এই ওষুধটি যদি আপনি অনিয়ম করে খান বা মাত্রা অধিক সেবন করেন তাহলে আপনার পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং আপনার শারীরিক অক্ষমতা তৈরি হতে পারে ।
  • অবসন্নতাঃ এই ঔষুধ এর অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হলো অবসন্নতা দেখা দেওয়া যেমন কোনো কিছু ভালো না লাগা স্বাভাবিক জীবন যাত্রাতে প্রভাব ফেলা ইত্যাদি হতে পারে ।
  • অনিদ্রাঃ অনিদ্রা একটি সাধারন সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অনিদ্রা থেকে থাকে । তবে এটা নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই অতিরিক্ত অনিদ্রা হলে ডাক্তারের পরামর্শ নিন।
  • বমি বমি ভাবঃ ইনডেভার ১০ যখন আপনি মাত্রা অধিক সেবন করবেন বা নিজের মনের মত করে সেবন করবে ডাক্তারের পরামর্শ করা তখন বমি বমি ভাব দেখা দিতে পারে । 
  • মাথা ঘোড়াঃ ইনডেভার ১০ প্রয়োজন এর চেয়ে বেশি বা মাত্রাধিক সেবন করলে মাথা ঘুড়তে পারে । তবে এটা সামরিক সময় পড় কেটে যায় । তাই আপনার যদি অতিরিক্ত মাথা ঘোড়া হয়ে থাকে তাহলে অব্যশয় ডাক্তারের পরামর্শ নিবেন ।
ইনডেভার ১০ বেশি খেলে কি কি সমস্যা হয় সেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম । আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারলেন যে ইনডেভার ১০ খেলে আপনার কি কি সমস্যা হতে পারে । ইনডেভার ১০ খাওয়ার আগে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন কেননা একজন অভিজ্ঞ ডাক্তার আপনার রোগের এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে ওষুধের ডোজ দিয়ে থাকেন ।

ইনডেভার ১০ কত দিন খেতে হয়

ইনডেভার ১০ কত দিন খেতে হয় তা নিয়ে বিস্তারিত জানতে এই আর্টিক্যাল টা সম্পুর্ন মনোযোগ সহকারে পড়ুন ঃ ইনডেভার ১০ এর জেনিটিক নাম হলো প্রোপ্রানোলল হাইড্রোক্লোরাইড বিপি । ইনডেভার ১০ ডাক্তাররা বিভিন্ন কারণে দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো প্রাথমিক উচ্চ রক্তচাপ এঞ্জিনা পেক্টরিস হৃদযন্তের অস্বাভাবিক স্পন্দন থাইরোটজিকোসিস এবং মাইগ্রেন প্রতিরোধ এবং মাইগ্রেন জনিত সকল ব্যাথা বা যন্তনা থেকে মুক্তি দিতে ইনডেভার ১০ ঔষুধ টি খাওয়া হয়ে থাকে ।

 ইনডেভার ১০ কত দিন খেতে হয় সেটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর এবং আপনার মানসিক অবস্থার উপর । কেননা এই ওষুধটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে অধিক সাহায্য করে থাকে । এই ওষুধটা কতদিন খেতে হবে সেই সম্পর্কে জানতে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা একজন অভিজ্ঞ ডাক্তার আপনার শরীরের সার্বিক বিবেচনা করে ওষুধের ডোজ দিয়ে থাকেন । তবে সাধারণত এই ওষুধটি দুইটি থেকে তিনটি ডোজ সম্পূর্ণ করলেই রোগ ভালো হওয়ার কথা । 

আশা করি আপনি বুঝতে পেরেছেন ইনডেভার ১০ ঔষুধ কতদিন খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ । তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ব্যক্তিগত উদ্দেশ্যে বা নিজের মতামতের ভিত্তিতে কোন ঔষধ বা ট্যাবলেট গ্রহণ করা উচিত নয় । 

ইনডেভার ১০ এর কাজ কী

এই ইইনডেভার ১০ এর কাজ কী তাহলে ইনডেভার ১০ ট্যাবলেটটির জেনেটিক নাম হল প্রোপ্রানোলল হাইড্রোক্লোরাইড বিপি এই ট্যাবলেটটি সাধারণত তিনটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যায় যেমনঃ ইনডেভার ১০, ইনডেভার ২০, এবং ইনডেভার ৪০ । যাদের প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়ে থাকে তাদের জন্য ইনডেভার সিরিজের ওষুধগুলি অনেক কার্যকরী হয়ে থাকে । আমাদের শরীরের বিষন্নতা মাথা ব্যথা মাইগ্রেনের মতো সমস্যা সমাধানের কাছে ইনডেভার ১০ ঔষুধ টি ব্যাবহৃত হয়ে থাকে।


এই ঔষুধ এর মুল কাজ গুলো আপনাদের সাথে আলোচনা করলাম । আশা করি আপনি ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন যে ইনডেভার ১০ ট্যাবলেট টি কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে । 

ইনডেভার ১০ খাওয়ার নিয়ম

ইনডেভার ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন । ইনডেভার ট্যাবলেট টি গর্ভাবস্থায় খাওয়া সম্পূর্ণ নিষেধ এবং ইনডেভার ১০ ট্যাবলেট টি মাতৃদুগ্ধ অবস্থায় খেতে পারেন তবে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী । এছাড়া যাদের বয়স দশের নিচে তাদের ইনডেভার ট্যাবলেট টি খাওয়া সম্পুর্ন নিশেধ । একজন মানুষ প্রতিদিন ৪০ থেকে ৮০ মিলিগ্রাম ইনডেভার ১০ ট্যাবলেট টি খেতে পারবেন । 

ইনডেভার ট্যাবলেট টি দিনে ২ বার খেতে পারবেন এবং একজন মানুষ সবর্চ্চো ৬০০ মিলিগ্রাম পযন্ত ট্যাবলেট খেতে পারবেন । ইনডেভার ট্যাবলেট টি খাওয়ার আগে আথবা খাওয়ার পড়ে খেতে পারবেন । তবে ট্যাবলেট টি খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন কেননা আপনার রোগের সার্বিক দিক বিবেচনা করে একজন ডাক্তার আপনাকে ইনডেভার .১০ ট্যাবলেটটি খেতে বলবেন এবং কিভাবে কতদিন খাবেন সেটাও বলে দিবেন ।

ইনডেভার ১০ খেলে কি ঘুম হয়

ইনডেভার ১০ খেলে কি ঘুম হয় সেই সম্পর্কে অনেকেই জানতে চাই তবে আপনাদের সুবিধার্থে ভরে রাখা উচিত যে ইনডেভার ১০ ট্যাবলেট খেলে কোন ঘুমের আশঙ্কা নেই । তবে আপনি যদি ইন্ডিভার ১০ ট্যাবলেট এ মাত্রা অধিক খেয়ে থাকেন তাহলে আপনার অনিদ্রা ভাব হতে পারে যেটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে । আপনি যদি নিয়ম অনুযায়ী ইনডেভার ১০ ট্যাবলেট দেখে থাকেন তাহলে আপনার সাধারণত ঘুমের ব্যাঘাত ঘটার কথা না নিত্যদিন দিনের মতো আপনার ঘুম স্বাভাবিক থাকবে ।

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইনডেভার ১০ খেলে কি ঘুম হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ । 

ইনডেভার ১০ ট্যাবলেট এর দাম কত

ইনডেভার ১০ ট্যাবলেট এর দাম কত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সমুহ আলোচনা করা হলো । ইনডেভার ১০ ট্যাবলেট এর দাম কত তা হলো এর বর্তমান কোম্পানি প্রতি পিচ ট্যাবলেট এর দাম  ১ টাকা ৫০ পয়সা করে । তবে এটি ফার্মেসি ভেদে বা জায়গা ভেদে ওষুধের চাহিদার উপর নির্ভর করে দাম কম বেশি হতে পারে । 

শেষ কথাঃ ইনডেভার ১০ বেশি খেলে কি হবে - ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

ইনডেভার ১০ বেশি খেলে কি হবে সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পারলেন এছাড়াও আমি আপনাদের সাথে আলোচনা করলাম ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি কি সেইসব সম্পর্কে । এছাড়াও আজকে ইনডেভার ১০ ট্যাবলেট এর কাজ কি কিভাবে খেতে হয় এবং কারা কারা খেতে পারবেন ইনডেভার ১০ ট্যাবলেট এর দাম কত সেই সব বিষয় শুধুমাত্র একটি পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারলেন । আশা করি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকবে এবং তথ্যমূলক হয়ে থাকবে । আপনার যদি এমন তথ্যমূলক পোস্ট এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন এবং সুন্দর সুন্দর পোস্ট পেতে এই পোস্টটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url